অবতক খবর,৮ এপ্রিলঃ মাশরুম চাষের প্রশিক্ষণ পেয়ে খুশি মহিলারা। চোপড়ার সোনাপুর সংঘের কার্যালয়ে সাতদিনব্যাপি চলে মাশরুম চাষের প্রশিক্ষণ।শনিবার প্রশিক্ষনের শেষ দিনে মহিলাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয় দাসপাড়া নবদিশা এডুকেশন এন্ড ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে। মাশরুম চাষের ট্রেইনার

অঞ্জলি বোস দাস জানান, সোনাপুর অঞ্চলের বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর ৩০ জন মহিলা এই প্রশিক্ষণে অংশ নেন। প্রশিক্ষণ প্রাপ্ত মহিলারা এখন বাড়িতেই মাশরুম চাষ করে স্বনির্ভর হতে পারবে। যাদের আর্থিক সমস্যা রয়েছে তারা এই প্রশিক্ষণ শংসাপত্র দেখিয়ে সহজে ব্যাংক থেকে ঋণ নিয়ে বাড়িতে মাশরুম চাষ করতে পারবেন।

জীবিকা নির্বাহের এই প্রশিক্ষণ পেয়ে খুশি অঞ্জু কুমারী নুনিয়া, চন্দনা দাস সহ সমস্ত মহিলারা। নবদিশার এই উদ্যোগেকে ধন্যবাদ জানিয়েছেন প্রশিক্ষণ প্রাপ্ত অঞ্জু কুমারী নুনিয়া । উপস্থিত ছিলেন জেলার ডি ডি এম গৌতম ঘোষ, নবদিশার সম্পাদক আনিসুর রহমান, সোনাপুর সংঘের সম্পাদিকা অনিমা পাইন প্রমূখ।