অবতক খবর , সম্পা ভট্টাচার্য : মালবাজার :- মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং রাজ্যের শ্রমদপ্তরের পরিচালনায় বুধবার মাল আদর্শ বিদ্যাভবনের মাঠে শুরু হল দু’দিনব্যাপি শ্রমিক মেলা।

শ্রমমন্ত্রী মলয় ঘটকের আনুষ্ঠানিক উদবোধন করার কথা থাকলেও মঙ্গলবার রাতে ধূপগুড়িতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে মন্ত্রীর মেলায় উপস্থিত হতে বিকেল হয়ে যায়।

মন্ত্রী ছাড়াও এদিন উপস্থিত ছিলেন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ডেপুটি লেবার কমিশনার চিউয়াং শেরপা,জয়েন্ট লেবার কমিশনার রজত পাল,মালের বিধায়ক বুলু চিক বরাইক সহ অন্যান্যরা।এদিন মন্ত্রী বলেন,কেন্দ্রীয় সরকার শুধুমাত্র মুখেই সবাইকে আশ্বাস দিয়ে যাচ্ছে।কাজের কাজ কিছুই করছে না।

কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মানবিকতার পরিচয় দিয়ে চলেছেন।উন্নয়নের সঙ্গে তিনি শ্রমিকদের কথাও ভাবছেন।এদিন শ্রমিকদের বিভিন্ন সহায়তা প্রকল্পের অধীন সহায়তাসহ চেক তুলে দেওয়া হয়।