অবতক খবর, সংবাদদাতা :: মালদা জেলা মেডিকেল কলেজ হাসপাতাল এর উদ্যোগে ২৪ ঘন্টা টেলি চিকিৎসা পরিষেবা ব্যবস্থা করা হয়েছে। এ ব্যাপারে মালদহ মেডিক্যাল কলেজে ও হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানিয়েছেন, কোভিডের এই দ্বিতীয় ঢেউয়ে প্রতিদিন মালদহ মেডিক্যাল কলেজে প্রায় ১৫০০ লালারস পরীক্ষা হচ্ছে এবং প্রতিদিন প্রায় গড়ে ৪০ % জনের রিপোর্ট পজেটিভ আসছে।

জেলার এই ব্যাপক পরিমাণ কোভিড আক্রান্ত রুগীদের কথা মাথায় রেখে তাদেরকে চিকিৎসা পরিষেবা প্রদান করার জন্য মালদহ মেডিক্যাল কলেজের ১০ বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে একটি টেলি চিকিৎসা পরিষেবা ইউনিট গড়ে তোলা হয়েছে।
চিকিৎসকদের নাম ও মোবাইল নাম্বার নীচে দেওয়া হল।

চিকিৎসকদের নাম মোবাইল নাম্বার
ডাঃ বিক্রম কুমার সাহা — ৯৪৩৩২৩০৮৮৮
ডাঃ অভিজিৎ সাহা — ৯৮৮৩০২৬৮৮৪
ডাঃ পীযুষ কান্তি মণ্ডল–  ৯৪৩৩১১৬৯৬৮
ডাঃ আব্দুল্লা মহঃ হান্নান — ৯৪৭৪১৭৪৭১৭
ডাঃ শাস্বত ঘোষ — ৮৩৩৫৮৮৬৫৯০
ডাঃ অনিমেষ মণ্ডল — ৯৭৪৮৯২২৯৯৭
ডাঃ নাইমূল হক —   ৯৬১৪৫৭১৬৭৭
ডাঃ অজয় আগরওয়ালা — ৯৪৭৫৩৭৭৭০৭
ডাঃদীপঙ্কর কাজী — ৯৮৩১২৬৪৪৮৫
ডাঃ ভাস্কর মুখার্জি — ৯৮৩০৩৪০৯৯৭