অবতক খবর,২৮ ডিসেম্বর : মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মুকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের। কালো পতাকা দেখিয়ে ও গো ব্যাক স্লোগান দিয়ে বিজেপি সাংসদের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী সমর্থকেরা। বিক্ষোভের জেরে আটকে গেল সাংসদের কনভয়। পরিস্থিতি সামাল দিতে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌছায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। যদিও তার পরেও সাংসদের কনভয় আটকে রেখেছেন তৃণমূল কর্মী সমর্থকেরা। এদিকে ঘটনাস্থলে বিজেপি কর্মী সমর্থকরা পৌছাতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি কর্মী সমর্থকেরা তৃণমূল কর্মী সমর্থদের পাল্টা জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করে। এই ঘটনার জেরে বিজেপি সমর্থকদের দিকে লাঠি সঠা নিয়ে তেড়ে গেল তৃণমূল কর্মী সমর্থকরা। বুধবার দুপুরে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকে ডেপুটেশন কর্মসূচিতে যাচ্ছিলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। হরিশ্চন্দ্রপুরে ঢুকতেই গোপাল কেডিয়া মোড়ের কাছে তার কনভয় আটকে দেয় তৃণমূল কর্মী সমর্থকরা। কালো পতাকা দেখিয়ে শুরু হয় গো ব্যাক স্লোগান। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এসেছে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। সাংসদের সামনে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিজেপি এবং তৃণমূলের কর্মী সমর্থকরা। কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে পরিস্থিতি। এখনো সেখানেই আটকে রয়েছেন সাংসদ খগেন মুর্মু। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছে সমগ্র এলাকায়।