হক জাফর ইমাম,:: অবতক খবর ::২১শে,নভেম্বর :: মালদা :: গণপিটুনির হাত থেকে রক্ষা পেল এক প্রৌঢ়া। ঘটনাটি ঘটার আগে ঠিক সময়ে একটি স্বেচ্ছাসেবী সংস্থা ঘটনাস্থলে হাজির হয়ে গণপিটুনির হাত থেকে তাঁকে উদ্ধার করে পুলিশের সাহাযে পরিবারে হাতে তুলে দেন প্রৌঢ়াকে। তাদের এই কাজে সাধুবাদ জানিয়েছেন পুলিশ কর্মীরাও।

জানা গেছে, গণপিটুনির হাত থেকে রক্ষা পাওয়া প্রৌঢ়ার নাম সীমা বিশ্বাস। তাঁর স্বামী খুদু বিশ্বাস। বাড়ি কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ির চোরি অনন্তপুর গ্রামে বাড়ি তাঁর। গত দু দিন ধরে তিনি নিখোঁজ। সংস্থার সূত্রে জানা যায়, ছেলেধরা সন্দেহে এলাকার কিছু মানুষ ওই মহিলাকে আটক করে রাখেন। কেউবা শিশু পাচারের অভিযোগ দিতে শুরু করে সেখানে। এই অবস্থায় সংস্থার কাছে ফোন যায়। সদস্যরা দ্রুত ছুটে এসে ওই মহিলাকে উদ্ধার করেন।

রথবাড়ি এলাকা থেকে তাঁকে উদ্ধার করেন সদস্যরা। তারপর ঘটনার কথা ইংলিশবাজার থানায় বলা হয়। পুলিশ নাম, পরিচয় নিয়ে গোলাপগঞ্জ ফাঁড়ির সঙ্গে যোগাযোগ শুরু করে। পরে পরিবারের লোকেরা ছুটে এলে থানায় পরিবারের হাতে ওই মহিলাকে তুলে দেওয়া হয়।