অবতক খবর,২৮ নভেম্বর : পুরাতন মালদা ব্লকের ভাবুক এবং মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের প্রায় কয়েক হাজার কৃষকেরা প্রথম থেকেই রাসায়নিক সার কালোবাজারের ঘটনায় প্রতিবাদে সরব হয়েছিলেন। ব্লক কৃষি আধিকারিক থেকে শুরু করে জেলা কৃষি আধিকারিক এবং জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করার পরেও প্রশাসন এ ব্যাপারে নিশ্চুপ এবং কোনোও পদক্ষেপ গ্রহণ না করায় প্রতিবাদে সরব হয় কৃষকেরা। যে সমস্ত অসাধু ব্যবসায়ীরা কালোবাজারি করে যাচ্ছিলেন তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিচ্ছেন না বলে অভিযোগ।তারই প্রতিবাদে বঞ্চিত কৃষকদের একাংশ ফের আন্দোলনে সামিল হন সোমবার দুপুরে। পুরাতন মালদার ৮ মাইল বাস স্ট্যান্ডে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ঘন্টাখানেক বিক্ষোভ দেখাতে থাকেন কৃষকদের একাংশ।
এদিন বিক্ষোভের জেরে ঘটনাস্থলে ছুটে আসেন মালদা থানার পুলিশ এবং কৃষি আধিকারিকেরা। ঘন্টাখানেক অবরোধ চলার পর কৃষি আধিকারিকের আশ্বাসের পর পথ অবরোধ ওঠে।কৃষকদের একটাই দাবি দীর্ঘদিন ধরে রাসায়নিক সার থেকে তারা বঞ্চিত রয়েছেন, অথচ এক শ্রেণীর স্যার ব্যাবসায়ীরা চড়া দামে রাতের অন্ধকারে রাসায়নিক সার বিক্রি করে যাচ্ছে।চাষীদের অভিযোগ দ্রুত যদি তাদের সমস্যার সমাধান না হয়, তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুমকিও দেন তারা।