অবতাক খবর সংবাদদাতা :-  এবারে বিজেপির মালদহ প্রাক্তন জেলা সভাপতি সঞ্জীত মিশ্রকে দল থেকে বহিষ্কার করার প্রতিবাদে আন্দোলনে নামল বিজেপি বাঁচাও কমিটি। বুধবার মালদা শহরের ফোয়ারা মোড়ে বিজেপি কর্মীরা অবস্থান-বিক্ষোভ করে বিজেপি এই বেআইনি পদক্ষেপের প্রতিবাদ জানান । বিজেপির সাধারণ কর্মীদের অভিযোগ গত ৩০ শে জুন দল থেকে বহিষ্কার করা হয় প্রাক্তন জেলা সভাপতিকে।এর বিরুদ্ধে প্রতিবাদে তারা আন্দোলনে নেমেছেন। আদি কর্মীরা , নির্বাচনে যারা কাজ করেছেন, তাদেরকে দলে প্রাধান্য দেওয়া হচ্ছে না , অথচ তৃণমূল থেকে আসা নেতাদের প্রাধান্য দিচ্ছে দল বলে অভিযোগ করা হয়।

তারা আরও জানান যে মেদিনীপুরের হাথে চলে গেছে দল। একক ভাবে দল কে চালানোর চেষ্ঠা হচ্ছে। এমন চলতে থাকলে বিজেপি খালি হয়ে যাবে। যারা রক্ত প্রাণ দিয়ে দোল কে ভালো বেসে দলকে শক্তিশালী করলো তাদের কে আর জায়গা দিচ্ছে না আর যারা বিজেপি কর্মী নেতাদের পেটালো মারধর করলো তারাই এখন দলের মাথায় এসে বসে পড়ছে।