হক জাফর ইমাম :: অবতক খবর :: মালদহ ::   সোমবার দুপুর ১২ টায় মালদা শহরের প্রাণকেন্দ্র রাজমহল রোড এলাকায় পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেন তৃণমূল সদস্যরা।

এই দিনের বিক্ষোভ সমাবেশে প্রায় শতাধিক তৃণমূল কর্মীরা অংশগ্রহণ করেন। এই দিনের বিক্ষোভ সমাবেশের নেতৃত্ব দেন স্থানীয় তৃণমূল নেতা শুভময় বসু (বুবাই)।

কর্মসূচি শেষে স্থানীয় তৃণমূল নেতা শুভময় বসু সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলে জনো নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা পাড়ায় পাড়ায় বুথে বুথে বিক্ষোভ প্রদর্শন করছি কারণ গোটা বিশ্বে তেলের দাম কমেছে কিন্তু ভারতবর্ষে বর্তমান পরিস্থিতি পেট্রোলের দাম এর থেকেও বেড়ে যাচ্ছে ডিজেলের দাম এমনকি রান্নার গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে। একেতো কোরনা মুকাবেলায় হিমশিম খেয়ে আছে দেশবাসী নেই কাজ কাজ হারিয়েছে অনেক শ্রমিক থেকে সাধারণ মানুষ এরমধ্যে যদি পেট্রোল ডিজেল গ্যাসের দাম বৃদ্ধি হয় তাহলে সাধারণ মানুষ নিঃস্ব হয়ে যাবে। আমরা চাই অবিলম্বে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম কেন্দ্রীয় সরকার কমায়।