অবতক খবর :: মালদহ ::    ইন্ডিয়া রেডক্রস সোসাইটি মালদা ব্রাঞ্চ এবং মালদা শহরের গ্লো নার্সিংহোমের যৌথ উদ্যোগে করোনা ভাইরাস নিয়ে এক সচেতনতা মূলক শিবির অনুষ্ঠিত হলো নার্সিংহোম প্রাঙ্গণে।

এদিন ভিডিও প্রজেক্টরের মাধ্যমে কর্তব্যরত নার্স এবং কর্মীদের এই ভাইরাস সম্পর্কে সচেতন করা হয়। উপস্থিত ছিলেন ডেপুটি সি এম ও এইচ, ওই নার্সিংহোমের কর্ণধার তথা বঙ্গরত্ন চিকিৎসক ডি সরকার, মালদা গুলো নার্সিংহোমের এইচ আর সুমিত সরকার সহ অন্যান্যরা।

এই বিষয়ে ডঃ ডি সরকার জানান করোনা নিয়ে বিভিন্ন সচেতনতা শুরু করেছেন তারা ইতিমধ্যেই। সচেতনতামূলক পোস্টার লাগানো হয়েছে তাদের নাসিংহোম সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায়। কিভাবে সাধারণ মানুষ এই ভাইরাস এর মোকাবেলা করবেন এবং কি কি সচেতনতা অবলম্বন করা দরকার তা নিয়েই আজকের এই সচেতনতামূলক শিবির।