হক জাফর ইমাম :: অবতক খবর :: ২৩ ডিসেম্বর :: মালদহ :: পৌষ পার্বণ ও বর্ষবরণ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন প্রদীপ প্রজ্জ্বলন করে করা হয় রবিবার সন্ধ্যায়। মালদা শহরের বালুচর কল্যাণ সমিতির উদ্যোগে ক্লাব প্রাঙ্গণে একটি মিষ্টি মেলার আয়োজনও করা হয়। রবিবার সন্ধ্যায় এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, মালদা ইংরেজবাজার পৌরসভার ভাইস-চেয়ারম্যান দুলাল সরকার, কাউন্সিলর কাকলি চৌধুরী, কাউন্সিলর নরেন্দ্রনাথ তিওয়ারি, কাউন্সিলর প্রসেনজিৎ দাস, মালদা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক শুভেন্দু চৌধুরী সহ অন্যান্য অতিথিরা। ২২ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত চলবে এই মিষ্টি মেলা।

ক্লাব প্রাঙ্গণে যে মেলার আয়োজন করা হয় সেখানে মোট ৪০ টি মিষ্টির স্টল খোলা হয়। এর পাশাপাশি নাগরদোলা, চোর্কি, ব্রেক ডান্স সহ শিশুদের মনোরঞ্জনের জন্য বেশ কিছু জিনিসের আয়োজন করা হয় এই মেলায়। জেলা ছাড়াও ভিন জেলা এবং ভিন রাজ্য থেকে বিভিন্ন ধরনের মিষ্টির পসরা নিয়ে বসেছেন ব্যবসায়ীরা এই মিষ্টি মেলায়।