অবতক খবর,৮ এপ্রিলঃ রাজ্যের ষষ্ঠবারের জন্য দুয়ারে সরকারের ক্যাম্পে ভালো সাড়া পাওয়া গেল বলে জানালো উত্তর ২৪ পরগনা জেলার জগদ্দল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মামুদপুর গ্রাম পঞ্চায়েতের কিষাণ মান্ডিতে অনুষ্ঠিত হওয়া দুয়ারে সরকার ক্যাম্প থেকে সরাসরি জানালেন উপপ্রধান হারাণ চন্দ্র ঘোষ। আজকের এই দুয়ারে সরকারের ক্যাম্প থেকে রাজ্য সরকারের বিভিন্ন মানবিক প্রকল্প ছাড়াও স্টুডেন্ট ক্রেডিট কার্ড, জমি সংক্রান্ত বিষয়কের মতো গুরুত্বপূর্ণ পরিষেবা স্থান পেয়েছে।

তার পাশাপাশি আজ এই দুয়ারে সরকারের ক্যাম্প থেকে উপপ্রধান হারানচন্দ্র ঘোষের হাত দিয়ে বেশকিছু কৃষকদের হাতে কৃষকবন্ধু শংসাপত্র তুলে দেওয়া হলো। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উপপ্রধান হারান বাবু জানান কৃষক বন্ধু শংসাপত্র পাওয়া পরিবারগুলি কৃষি সরঞ্জাম থেকে শুরু করে বীচ সম্পূর্ণ বিনা পয়সায় পাবে।