মানুষ ও ইঁদুর
তমাল সাহা

মা! ইঁদুর মানুষ হয়? মানুষতো ইঁদুর মারে কিন্তু এখন তো মানুষ ইঁদুরের মতো মরে। এসব তো তুমি আমাকে শেখাও নি মা!

মা বলে, মানুষ ইঁদুরের মতো মরে! সে কোথায়?
আমি বলি গাঁগঞ্জে কলকাতায়।
তো এভাবে মরল কারা? কাউন্সিলর সাধারণ মানুষ প্রতিবাদীরা।
তা মারলো কারা?
শাসকের চ্যালা চামুন্ডারা।

মা বলে, তাহলে তো আমি মরেও শিখি। কাউন্সিলর প্রতিবাদী সাধারণ মানুষরা ইঁদুর! আমি তো ভয় পাচ্ছি তোকে যদি পিটিয়ে মারে!
আমি বলি,সে তো ভালোই। মরলে তোমার সাথে দেখা হবে উপরে।

তবে এটুকু বল মা মানুষ না হয় ইঁদুরের মতো মরলো। মানুষ মরলে কবে শাসক বলবে মরেছে বাঘ।

মা বলে,তার আগেই তো শাসক মরে যাবে রে! বাঘেদের সে কী গর্জন! মানুষ সক্রিয় হলেই বেরিয়ে যাবে শাসকের প্রাণ।
সামনেই কালীঘাট কেওড়াতলা শ্মশান!