অবতক খবর, মুর্শিদাবাদঃ মঙ্গলবার ফারাক্কার ব্লকে বিভিন্ন বুথে নতুন ভোটারদের ভোটার কার্ড বিলির কাজ শুরু হয়। এইদিন ভোটার কার্ড নিতে আসেন বেওয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ৪০ নম্বর বুথের রামনগরের বাসিন্দা সুনীল কর্মকার ( ৬০) ।ভোটার কার্ড হাতে পেয়েই তিনি হতভম্ব হয়ে পড়েন ।

ভোটার কার্ডের তার ছবির জায়গায় কুকুরের ছবি ।নিজের ছবি জায়গায় কুকুরের ছবি দেখে ক্ষোভ উগরে দিয়েছেন সুনীল কর্মকার । তিনি জানিয়েছেন, এই ভোটার কার্ড দেখে মানুষের পরিচয় পাওয়া যায় এবং দেশের একজন ভোটারের কার্ড এর জায়গায় কি করে একটা প্রাণীর ছবি থাকতে পারে। পশু হিসাবে নির্বাচন কমিশন আমাকে স্বীকৃতি দিয়েছে। সুনীল কর্মকার ৬ জানুয়ারি সংশোধনের জন্য ফর্ম জমা দিয়েছিলেন। ৪ জানুয়ারি এই ফর্ম জমা হয়। এই বিষয়টি কার্যত স্বীকার করে নিয়ে ফারাক্কার বিডিও রাজশ্রী চক্রবর্তী  জানিয়েছেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি কি করে এমন হল?