মানসিক ভারসাম্যহীন কিশোরকে উদ্ধার করে নদিয়া চাইল্ড লাইনের কর্মীদের হাতে তুলে দিল শান্তিপুর থানার পুলিশ

অবতক খবর,৪ জুলাইঃ গভীর রাতে ১২ বছর বয়সী এক মানসিক ভারসাম্যহীন কিশোরকে উদ্ধার করে নদিয়া চাইল্ড লাইনের কর্মীদের হাতে তুলে দিল শান্তিপুর থানার পুলিশ। সূত্রের খবর গতকাল গভীর রাতে শান্তিপুর স্টেশন সংলগ্ন গোডাউন মাঠ এলাকায় এক কিশোরকে ঘুরে বেড়াতে দেখে স্থানীয়রা।

এরপরেই ওই কিশোরকে জিজ্ঞাসাবাদ করলে ওই কিশোর কোন কথারি উত্তর দিতে না পারলে স্থানীয়রা ফোন করে শান্তিপুর থানায়। ওই রাতেই ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরকে উদ্ধার করে শান্তিপুর থানায় নিয়ে আসে পুলিশ। সোমবার নদীয়া চাইল্ড লাইনকে জানানো হয় পুলিশের পক্ষ থেকে, সে মতই শান্তিপুর থানায় এসে পৌঁছায় নদীয়া চাইল্ড লাইনের কর্মীরা। এরপর শান্তিপুর থানার পক্ষ থেকে নদিয়া চাইল্ড লাইনের কর্মীদের হাতে তুলে দেওয়া হয় ওই কিশোরকে।

নদিয়া চাইল্ড লাইনের কর্মীরা জানান, কথা বলে যতটা জানতে পেরেছি ওই কিশোর মানসিক ভারসাম্যহীন, তার কারণেই তার বাড়ির ঠিকানা এবং নাম পরিচয় বলতে পারছে না। এই কিশোরকে সিডব্লিউসির কাছে পাঠানো হবে তারা সিদ্ধান্ত নেবেন ওই কিশোরকে কোথায় রাখা হবে। যদিও ওই কিশোরকে উদ্ধারের সময় শান্তিপুরের বেশ কিছু সামাজিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।