অবতক খবর,৬ আগস্ট: গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ কাঁচরাপাড়া শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অরিন্দম অধিকারী ও তাঁর সঙ্গুরা লক্ষ করেন যে, একজন যুবক কাঁচরাপাড়া স্টেশন চত্বরে বসে অঝোরে কেঁদে চলেছে। এরপর ওই যুবকের কাছে গিয়ে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা স্টেশন সংলগ্ন কার্যালয়ে নিয়ে গিয়ে সেবা শুশ্রূষা করা কালীন জানতে পারেন যে, ওই যুবক বিভিন্ন নেশায় আসক্ত হয়ে আজ সর্বহারা।

তৎক্ষণাৎ অরিন্দম অধিকারী বীজপুর পুলিশ প্রশাসনকে বিষয়টি অবগত করেন এবং ওই পিতৃ,মাতৃহীন যুবককে নেশা মুক্তি কেন্দ্রে নিজ দায়িত্বে ভর্তি করিয়ে দেন।কাঁচরাপাড়া শহর তৃণমূল ছাত্র পরিষদের এই মানবিক রূপ দেখে সকলের মুখে শোনা যাচ্ছে প্রশংসার সুর।