অবতক খবর, কলকাতাঃ গণ টোকাটুকি রুখতে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ পরীক্ষা চলাকালীন সময়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে । পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যের ৪২ ব্লকে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বেলা ১২ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

পর্ষদ সভাপতি জানিয়েছেন, ২০১৯ সালে রাজ্যের যেসমস্ত ব্লকে প্রশ্নপত্র হোয়াটস  অ্যাপের মাধ্যমে ফাঁস হয়ে গিয়েছিল অথবা প্রশ্নপত্র ফাঁসের সম্ভাবনা দেখা গিয়েছিল সেইরকম ৪২ টি ব্লক চিহ্নিত করা হয়েছে। ওই ব্লকগুলোতে পরীক্ষা্র সময়ে ইন্টারনেট পরিষেবা সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এই বছর মাধ্যমিক পরীক্ষা দেবে ১০ লক্ষ ১৫ হাজার ৮৮৮। এই সংখ্যা গত বছরের তুলনায় কম ।