অবতক খবর,৩ জুন: মাধ্যমিকে রাজ্যে পঞ্চম স্থানাধিকারী অনিন্দ্য সাহা।উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের সারদা বিদ্যামন্দিরের ছাত্র। অঙ্ক প্রিয় বিষয় তার। আগামীতে বিজ্ঞানী হতে চায় সে। বাবা অসীম সাহা পেশায় দোকানদার, মা বর্নালী গৃহবধু। লক ডাউনে ব্যবসা বন্ধ থাকলেও দুই ছেলের লেখাপড়ায় ভাটা পড়তে দেননি। খেলাধুলা বা বন্ধুদের সাথে আড্ডা নয়, বরং পড়াশোনার প্রতি একাগ্রতা ছিল ছোট থেকেই। ছেলের এই সাফল্যে সব কষ্ট ভুলিয়ে দিয়েছে বলে জানান তার বাবা মা। শহরের আর পাঁচটা নামী স্কুলে নয়, সারদা বিদ্যামন্দিরের পড়ুয়া অনিন্দ্যর এই সাফল্যে আপ্লুত শহরবাসীও।

ইসলামপুর গালর্স হাই স্কুলের ছাত্রী অরুণিমা সিকদার এবারে মাধ্যমিকে রাজ্যে অষ্টম স্হান অধিকার করে এলাকার নাম উজ্জ্বল করেছে। অরুণিমা সিকদারের প্রাপ্ত নম্বর ৬৮৬। তার বাড়ি ইসলামপুরের দূর্গা নগর। মেয়ের ভালো ফলাফলে খুশি বাবা মা। অরুণিমার ভালো ফলাফলের খবর পেয়ে তার বাড়িতে সংবর্ধনা জানালেন ABTA শিক্ষক সমিতি