মাথাভাঙ্গা ২ নং ব্লক নিশিগঞ্জ ১ নং গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে গ্রামীণ সম্পদ কর্মীদের পক্ষে ডেঙ্গু সচেতনতা প্রচার

অবতক খবর,৩ জুলাই,সনৎ বর্মন,কোচবিহারঃ নিশিগঞ্জ ১ নং গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে গ্রামীণ সম্পদ দ কর্মীরা ভিআরপি/ডিসেটি কর্মীরা নিশিগঞ্জ এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু সচেতনা প্রচার করেন কোথাও জমা জল না রাখার জন্য অনুরোধ করেন এর সাথে বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য অনুরোধ করেন।

সুপারভাইজার কৌশিক চৌধুরী জানান, আমরা বাড়ি বাড়ি যাচ্ছি। সাধারণ মানুষকে আমরা বোঝাচ্ছি এছাড়া ভিসেটি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জমা জলে স্প্রে করছে। এছাড়া তিনি জানান এইরকম ডেঙ্গু সচেতনা প্রচার লাগাতার চালিয়ে যাবেন তারা বলে জানা গিয়েছে।