অবতক খবর, শিলিগুড়িঃ আন্তর্জাতিক প্রতিযোগিতার মঞ্চে মাথাভাঙ্গা মহকুমার নাম উজ্জ্বল করল তিন কন্যা । ইন্টারন্যাশনাল স্ট্রেন্থ লিফটিং খেলা অনুষ্ঠিত হয় থাইল্যান্ডের ব্যাংককে। আর খেলায় মাথাভাঙ্গা ও শিতলখুচির ভাঐরথানা এলাকার তিন প্রতিযোগী অংশ গ্রহন করেন। তাঁরা বিভিন্ন ইভেন্টে তিনজনে ৪ টি স্বর্ণ পদক ও ২ রৌপ পদক লাভ করেন। তাদের মধ্যে মাথাভাঙার মেয়ে কোয়েলি বর্মন ৪৬ কেজি বিভাগে প্রথম স্থান অধিকার করে দুটো গোল্ড মেডেল লাভ করেন। মাথাভাঙ্গার অপর প্রতিযোগী মেঘা সাহানা ৫২ কেজি বিভাগে ২টি রুপো পদক লাভ করেন । শীতলকুচি ব্লকের ভাঐরথানার কুর্শামারির প্রতিযোগি খাদিজা খাতুন ৫৮ কেজি বিভাগে দুটো স্বর্ণপদক লাভ করে। মাথাভাঙ্গা মহকুমার তিন কন্যার সাফল্যের খবর আসতেই খুশির হাওয়া গোটা কোচবিহার জেলার ক্রীড়া মহলে । প্রত্যেকেই নানা প্রতিবন্ধকতা জয় করে এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন ।থাইল্যান্ডে যাওয়ার আগে প্রতিযোগিদের দিকে উৎসাহ ও সহযোগিতার হাত বাড়িয়ে দেন মাথাভাঙ্গার মহকুমা শাসক জিতিন যাদব ।