মাথাভাঙায় এনসিবি ও যৌথ বাহিনীর অভিযান।

অবতক খবর, শিলিগুড়ি: আফিম চাষের রমরমা। অভিযান চালাতে কলকাতা থেকে মাথাভাঙাতে এলো নারকোটিক ক্রাইম কন্ট্রোল ব্যুরোর টিম । পুলিশের নাকের ডগায় প্রায় ১৫০০ বিঘে জমিতে আফিম ও গাজা চাষের রমরমা।অভিযোগ উঠছে পুলিশ এই বিষয়ে নিস্ক্রিয় ভূমিকা পালন করে চলেছে।

অভিযোগ পেয়ে এনসিবি এবং যৌথ বাহিনীর টিম বুধবার সকাল ১০ টা  থেকে অভিযান শুরু করে। এই অভিযানে এনসিবির টিমের সঙ্গে রয়েছে ১৭ এসএসবি ফালাকাটা, মাথাভাঙা থানা, এক্সাইজ দফতরের বাহিনী। মাথাভাঙায় চলছে এই যৌথ অভিযান।
সুত্রের মারফৎ জানা গিয়েছে, এইযৌথ অভিযানে  এখন পর্যন্ত আটক হয়েছে ৩ ব্যক্তি । আপাতত ৬০০ বিঘের উপর জমিতে চাষ নষ্ট করেছে যৌথ বাহিনী । যৌথ বাহিনীর অভিযান এখনও  চলছে।