অবতক খবর,১৪ জানুয়ারিঃ মাত্র একদিন এই মেলা অনুষ্ঠিত হয় শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। মুর্শিদাবাদ জেলার নিমতিতা অঞ্চলের জাতকুন্ডু গ্রামে জাত কুন্ডু মেলা এলাকার সবচেয়ে ঐতিহ্যবাহী এবং পুরনো মেলা বলেই পরিচিত। আজ মকর সংক্রান্তি অর্থাৎ পৌষ মাসের শেষ দিনে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিবছর এই মেলা অনুষ্ঠিত হয় এই একই দিনে। কথিত আছে একবার পুকুরে স্নান করতে নেমে একটি এক দেড় ফুটের মূর্তির সন্ধান পেয়েছিলেন এলাকার জনৈক বাসিন্দারা। এরপর কৌতুহলবশত তারা ওই পুকুর খনন করেন। পুকুর খনন করে সেখান থেকে এক কারুকার্য মূর্তি উঠে আসে।

মূর্তি কেই দেবতা জ্ঞানের পূজো করা হয় বছর বছর ধরে। সেই মূর্তি পূজা উপলক্ষেই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে প্রতি বছর। মেলায় দূরদূরান্ত থেকে জনসমাগম হয়। কয়েকশো পুণ্যার্থী আসেন পুজো দিতে এবং মেলায় অংশগ্রহণ করতে। এবারেও মেলা উপলক্ষে বিভিন্ন দোকান এবং বাজারের পসরা নিয়ে বসেছেন বিক্রেতারা।