অবতক খবর,২১ ফেব্রুয়ারি, নববারাকপুর: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিউ ব্যারাকপুর থানা উদযাপন করলো মঙ্গলবার দুপুরে প্রান্তিক শিশুদের হাতে বর্ণপরিচয় ও আদর্শলিপি তুলে দিয়ে।বাংলা ভাষার মর্যাদা এবং স্বীকৃতি দিতে এই অভিনব উদ্যোগ নিউ ব্যারাকপুর থানার,যা রাজ্যে এই প্রথম বলেই মনে করা হচ্ছে।আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অভিনব উদ্যোগ নিল নিউ বারাকপুর থানা।পুলিশ মানুষের বন্ধু পুলিশ সমাজের বন্ধু,সেই পুলিশ বন্ধুর বার্তাকে সামনে রেখেই এই দিনটি উদযাপন করা হল ঘোলা এসিপি তনয় চ্যাটার্জির উপস্থিতিতে। থানায় সমাজের প্রান্তিক বস্তি খুদেদের হাতে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুর্লভ বই বর্ণপরিচয় এবং আদর্শ লিপি তৎসহ স্কুল ব্যাগ তুলে দেওয়া হল। থানার এহেন অভিনব ভাবনায় অভিভাবক রা কুর্নিশ জানান পুলিশ কর্মী দের।

এই অভিনব উদ্যোগে সামিল হন নিউ ব্যারাকপুর পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা। নিউ বারাকপুর থানায় বিশ্ব মাতৃভাষা দিবসে খুদেদের হাতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয় এবং আদর্শ লিপি পুস্তক তুলে দিলেন ঘোলা এসিপি তনয় চ্যাটার্জি,নিউ ব্যারাকপুর থানার আধিকারিক বিজয় কুমার ঘোষ,পুরপ্রধান প্রবীর সাহা, পুর প্রতিনিধি সুদীপ ঘোষ ।ঘোলা এসিপি তনয় চ্যাটার্জি ও নববারাকপুর থানার ওসি বিজয় কুমার ঘোষ জানান পুলিশ সমাজের বন্ধু।শুধু মাত্র চোর ডাকাত ধরা কাজ নয়। পুলিশ মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সামাজিক সেবা মূলক কর্মসূচি পালন করে থাকে।শিক্ষা জাতির মেরুদন্ড। মঙ্গলবার থানার ওসির দু বছর পূর্তি উপলক্ষে প্রান্তিক শিশু কিশোর দের কেক ও চকলেট তুলে দেওয়া হয়। পাশাপাশি এদিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।দিনটি স্মরণীয় করে রাখতে ছোট শিশু কিশোর দের পাশে দাঁড়িয়ে স্হানীয় পুরসভার শহীদ স্মারক মঞ্চে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান থানার ওসি বিজয় কুমার ঘোষ, নিউ বারাকপুর পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা,পুর প্রতিনিধি সুদীপ ঘোষ সহ কচিকাচারা।তাদের হাতে দুর্লভ পুস্তক বর্ণপরিচয় এবং আদর্শলিপি শিক্ষণ সামগ্রী প্রদান করার মধ্য দিতে দিনটি উদযাপিত করা হল।এই উদ্যোগের মধ্য দিয়ে সমাজের কাছে বার্তা আজও বর্ণপরিচয় আদর্শ লিপি বই প্রাসঙ্গিক।যা এই প্রজন্ম ভুলতে বসেছে।