অবতক খবর,২০ মে,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমানঃমাঠে পড়ে থাকা বিদ্যুতের তারের স্পর্শে চারটি গবাদি পশুর মৃত্যুর ঘটনা ঘটেছে মন্তেশ্বরে । শনিবার সকাল ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে মন্তেশ্বরের পিপলন গ্রামের ক্যানেল পারের মাঠে। জানা গেছে প্রতিদিনের মতো এদিনও সকালে গরুগুলি মাঠে জরাতে নিয়ে যায়। এই সময় মাঠে পড়ে থাকা বিদ্যুতের তারের স্পর্শে তিনটি গাভী ও একটি বাছুর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। মৃত্যু হয় সবগুলি (চারটি) গবাদি পশুরই। গরুর মালিক শ্রীধর বৈরাগ্য বলেন প্রায় তিনলক্ষ টাকার ক্ষতি হয়ে গেছে। গরুগুলি তার একমাত্র জীবিকা ছিল ওই দুধ বেচা টাকা থেকেই সংসার চলতো তার। সরকারি ক্ষতিপূরণের আশায় রয়েছেন তিনি। পিপলন গ্রাম পঞ্চায়েত ঊপপ্রধান অমল দাস বলেন খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, প্রশাসন সবসময় ওর সাথে আছে বিষয়টি প্রাণিসম্পদ বিভাগ কে জানানো হয়েছে এবং প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে ময়নাতদন্ত করা হচ্ছে ওই গোপালক যাতে ক্ষতিপূরণ পায় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।।