মাঠে চাষ করতে গিয়ে বাজ পড়ে মৃত্যু দুই ভাইয়ের,আহত পরিবারের আরো ৩ জন

অবতক খবর,২৭ এপ্রিলঃ মাঠে চাষ করতে গিয়ে বাজ পড়ে মৃত্যু দুই ভাইয়ের,আহত পরিবারের আরো ৩ জন।

ঘটনাটি মুর্শিদাবাদ জেলার সালার থানার কাগ্রাম গ্রামের। আজ দুপুর বেলায় সালার থানার বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সঙ্গে শুরু হয় বজ্রপাত। কাগ্রামের মাঠে ওই সময় ধান ঝরানোর কাজ করছিলেন পাঁচ কৃষক। হঠাৎ বৃষ্টি নামলে তারা একটি খেজুর গাছের তলায় আশ্রয় নেয়। ঠিক সেই সময় গাছের নিচেই পড়ে বাজ। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। এরপর গ্রামবাসীরা পাঁচজনকেই উদ্ধার করে নিয়ে আসেন সালার গ্রামীণ হাসপাতালে। সেখানে চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন। মৃতরা হলেন নেকবক্স শেখ (২৬)ও হাবিব শেখ(৩০)। বাকি তিন আহতের নাম আমিরুল সেখ, হিরু শেখ ও হেলু শেখ।

তাদের মধ্যে দুজনকে কান্দি মহকুমা হাসপাতাল ও একজনকে বহরমপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়।

আকস্মিক ও মর্মান্তিক এই দুর্ঘটনার ফলে শোকের ছায়া নেমে এসেছে গ্রামে।