অবতক খবর,২৫ ফেব্রুয়ারি,মালদা:- মাখনা বোঝাই একটি লরিকে আটকে চালককে মারধর।ধারালো অস্ত্র দিয়ে আঘাত।চালকের কাছ থেকে ছিনতাই ২২ হাজার টাকা। আহত লরি চালককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় পুলিশ। পরবর্তীতে লরি চালকের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার ৩। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ঘটনা।হরিশ্চন্দ্রপুর থানা এলাকার হরিশ্চন্দ্রপুর সদরের মাখনা ব্যবসায়ী বসন্ত কেডিয়ার কাছ থেকে মাখনা বোঝাই করে একটি লরি লখনৌর উদ্দেশ্যে রওনা দেয়। রাত ১০:৩০ নাগাদ হরিশ্চন্দ্রপুর কিরণবালা বালিকা বিদ্যালয়ের সামনে বাইকে করে তিনজন এসে লরিটিকে আটকায়। লরি চালক মধু সিং এর কাছে টাকার দাবি করে।চালক টাকা দিতে না চাইলে লরি থেকে নামিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়। এমনকি ধারালো ছুড়ি দিয়ে আঘাত করা হয় বা কানের পাশে।

তারপরেই চালকের কাছে থাকা নগদ ২২ হাজার টাকা নিয়ে চম্পট দেয় তিনজন। স্থানীয়রা হরিশ্চন্দ্রপুর থানায় খবর দিলে হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেওদূত গজমেরের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছায় ঘটনাস্থলে। আহত লরি চালককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে। সেখানে তার চিকিৎসা হয়। তারপর ওই লরি চালক হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে রাতেই তিনজনকে গ্রেফতার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ধৃতদের নাম সুন্দর দাস(৩৮), শেখ রাসুল(৩২), রণবীর দাস ওরফে বান্টি(৩২)। তিনজনেরই বাড়ি হরিশ্চন্দ্রপুর সদর এলাকায়।