অবতক খবর,২১ নভেম্বর,মহেশতলাঃ মহেশতলায় বাটা ব্রিজের নিচে আবর্জনা ও কেমিক্যাল মেশানো ফেলা চামড়া পোড়ানো হচ্ছে, যার ফলে ব্যাপক ভাবে পরিবেশ দূষণ হচ্ছে। এরই প্রতিবাদে আজ মহেশতলা বাটা এক নম্বর গেট থেকে SFI ও DYFI এর পক্ষ থেকে মিছিল করে ক্যালকাটা রিভারসাইডের অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয় বেশ কিছুক্ষণ।SFI ও DYFI কর্মীদের দাবি অবিলম্বে কেমিক্যাল বেচারা চামড়া ও আবর্জনা পোড়ানো বন্ধ করতে হবে। যদি বন্ধ না করা হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে SFI ও DYFI কর্মীরা।