অবতক খবর,৭ আগস্ট:বর্ধমান ১নম্বর ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের উদ‍্যোগে এবং বর্ধমান ১নম্বর ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের সভাপতি রিনুদের নেতৃত্বে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় শনিবার শহরের খাঁ পুকুর পূর্ব পাড়া এলাকায়।পাশাপাশি ওই এলাকায় একটি তৃনমূল কংগ্রেসের দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়। নির্বাচনের পর থেকেই ওই এলাকায় যে কার্যালয়টি ছিলো সেই কার্যালয়টি বিজেপি কর্মীরা ভাঙচুর চালিয়েছিলো,সেই কার্যালয়টি আজ নবরুপে উদ্বোধন করা হলো।

এদিন ৫০জন রক্তদাতা রক্তদান করলেন। মহিলা-পুরুষ উভয় এখানে রক্তদান করেন।শিবশঙ্কর সেবা সমেতির হাতে এই রক্ত তুলে দেওয়া হল।

এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক নিশিথ মালিক,১নম্বর ব্লক তৃনমূল মহিলা কংগ্রেসের সভাপতি রিনু দে,১নম্বর ব্লকের সভাপতি কাকলি গুপ্তা,১নম্বর ব্লক তৃনমূল যুব কংগ্রেসের সভাপতি মানস ভট্টাচার্য,তৃনমূল নেতা শিবশঙ্কর ঘোষ সহ অনান‍্য তৃনমূলের কর্মীসমর্থকেরা।