অবতক খবর,১৪মেঃ মহিলাদের স্বনির্ভর করতে এবং সূঁচি শিল্পকে এগিয়ে নিয়ে যেতে বিশেষ উদ্যোগ নিল নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ ফর ওমেনের অ্যালুমনি সোসাইটি। শনিবার সারা দিনভর ধরে কলেজ প্রাঙ্গণে অবস্থিত বিদ্যাসাগর ভবনে একটি ওয়ার্কশপের আয়োজন করেন যেখানে অংশ নেন কলেজের প্রাক্তন এবং বর্তমান ছাত্রীরা।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষা ডক্টর লনা মুখোপাধ্যায়, প্রধান অতিথির আসন অলংকার করেন ডাক্তার অভিজিৎ দাস, অ্যালুমনি সোসাইটির সভাপতি রুমিতা ভট্টাচার্যী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গগন।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উক্ত কলেজের অধ্যক্ষা লনা মুখোপাধ্যায় জানান, মহিলাদের স্বনির্ভর করার মাধ্যমে যাতে তারা আগামীতে নিজেদের পায়ে দাঁড়াতে পারে স্বনির্ভর হতে পারে সেই কারণেই তাদের এই প্রয়াস।