অবতক খবর,২০ এপ্রিল: রাজ্যের নানা প্রান্তে যখন মহিলাদের উপর একের পর এক অত্যাচারের ঘটনা সামনে আসছে ঠিক তখনই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন প্রতীকী পুলিশ সুপারদের নিজেদের থানা এলাকায় এর মোকাবেলা করার জন্য।


ইতিমধ্যে কলকাতা সহ বেশ কয়েকটি পুলিশ কমিশনারেট এলাকায় মহিলা উইনার্স বাহিনী থাকলেও এবার বারাসাত জেলা পুলিশ আপাতত শহরাঞ্চলে মহিলাদের উপর অত্যাচার ঠেকাতে বিভিন্ন থানা এলাকায় মাঠে নামাচ্ছে মহিলা পুলিশ বাহিনীকে। এদিন সাংবাদিক সম্মেলনে বারাসাত জেলা পুলিশ সুপার নাজি নারায়ন মুখার্জি জানিয়েছেন, বারাসাত মধ্যমগ্রাম এর মত বড় বড় হয়ে এলাকাগুলিতে উইনার্স বাহিনীর সদস্য সংখ্যা হবে 12। আর হাবরা অশোকনগরের মত থানা গুলিতে আপাতত অত্যাধুনিক এই মহিলা বাহিনীর সদস্য সংখ্যা ছয় থাকলেও ধাপে ধাপে এটা বাড়িয়ে করা হবে 10।
ইতিমধ্যেই বিভিন্ন থানা এলাকায় এই বাহিনীর প্রশিক্ষণ শুরু হয়ে গিয়েছে আর কয়েকদিন বাদেই রাস্তায় দেখা যাবে মহিলা পুলিশের উইনার্স বাহিনীকে।