মহা অষ্টমী তিথিতে প্রায় ২ হাজার মানুষকে ভোগ খাওয়ালেন সমাজসেবী মলয় ঘোষ

অবতক খবর,১৩ অক্টোবর: কাঁচরাপাড়ার এক অন্যতম পুজো বিশ্বনাথ স্মৃতি সংঘের পুজো। ‌ এই বছর‌ এই পুজোর ৭২তম বর্ষ। এই পুজোর মূল উদ্যোক্তা সমাজসেবী মলয় ঘোষ। মলয় বাবু বিভিন্ন সময়ে বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজের জন্য খবরের শিরোনামে উঠে এসেছেন। সুতরাং বীজপুরের হেন কোন মানুষ নেই যিনি মলয় বাবুকে চেনেন না। তাঁর উদ্যোগেই এবছর বিশ্বনাথ স্মৃতি সংঘের অনাড়ম্বর পুজো অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু তাঁর জনসেবামূলক কাজ থেমে নেই।

আজ মহা অষ্টমীর দিনে কাঁচরাপাড়া লিচুবাগান সংলগ্ন অঞ্চলে প্রায় ২ হাজার মানুষকে পাতপেড়ে খিচুড়ি,আলুর দম,লাবরা,চাটনি,পায়েস খাওয়াচ্ছেন।

এ প্রসঙ্গে মলয় ঘোষ বলেন,”জনসেবাই মূল ধর্ম। আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করি। তবে কোনরকম প্রচার আমার পছন্দ নয়। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর পুজো মানেই প্রসাদ। আজ মহা অষ্টমী তিথিতে মানুষকে পুজোর ভোগ খাইয়ে সত্যিই অত্যন্ত আনন্দিত আমি।”