অবতক খবর,২ অক্টোবরঃ সোমবার ব্যারাকপুর গান্ধীঘাটে আয়োজিত মহাত্মা গান্ধীর জন্ম দিবসে গান্ধীজীর প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস ।তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য মন্ত্রী রথীন ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব হরে কৃষ্ণ দ্বিবেদি সহ অন্যান্য পুলিশের প্রশাসনিক আধিকারিকরা।এদিন রাজ্যপাল ব্যারাকপুর গান্ধী ঘাটে পৌঁছে দেশাত্মবোধক গান শোনেন। এরপর মহাত্মা গান্ধীর আদর্শ বাণী পাঠ করে স্কুলের ছাত্র-ছাত্রীরা।এরপর গান্ধীজীর স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং নিজে হাতে চরকাও কাটেন। তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের দিল্লি অভিযান নিয়ে প্রশ্নে সবকা সুমতি দে ভগবান এই বক্তব্য যথেষ্টই রাজনৈতিক করে তাৎপর্য রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে রাজ্যের মন্ত্রী রথীন ঘোষ বলেন এ বিষয়ে তার কিছু বলার নেই। দেখুন বারাকপুর থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট।