অবতক খবর,১৭ মার্চঃ তৃনমূল কংগ্রেস সর্বভারতীয় সভানেত্রী মমতা ব্যানার্জীর শুক্রবারের সভা বয়কট করলেন ইসলামপুরের বিদ্রোহী বিধায়ক আব্দুল করিম চৌধুরী। পঞ্চায়েত ভোটের আগে শুক্রবার কালীঘাটে সভানেত্রী রাজ্যের সমস্ত বিধায়ক, সাংসদ, জেলা সভাপতি এবং চেয়ারম্যানদের দিয়ে বৈঠক ডেকেছে।সেই বৈঠকে দলের তরফ থেকে কোন পরিচিত নেতা তাকে ফোন করেন নি। একজন অপরিচিত ব্যাক্তি তাকে ফোন করে শুক্রবারের বৈঠকের কথা জানিয়েছিলেন।তিনি সেই ফোন ধরেন নি। তার ছেলে ইমদাদূল সেই ফোন ধরে তার মতামত জানিয়ে দিয়েছিলেন। করিম চৌধুরী আক্ষেপ দীর্ঘ পঞ্চান্ন বছর বিধায়ক থাকার পর সুব্রত বক্সীর কাছে তাকে শুনতে ব্যাক্তি বড় নয় দল।

তিনি এও জানিয়েছেন, ইসলামপুরের তার বিরোধী লোকদের দলের নেতৃত্বে আনা হচ্ছে।তাদের পরিবর্তনের প্রস্তাব দিলে সুব্রত বক্সী তাকে রিজাইন দেবার প্রস্তাব দিয়েছিলেন। করিম চোধুরী অভিযোগ দীর্ঘ চার থেকে পাঁচ বছর যাবদ মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কোন কথা হয় না। মুখ্যমন্ত্রী তার সঙ্গে কোন রকম কুশল বিনিময় করেন নি। তার ঘোষিত বিদ্রোহী বিধায়ক হিসেবেই তিনি থাকতে চান।