অবতক খবর ,অভিষেক দাস, মালদা:- আমি তৃণমূলে আছি এবং তৃণমূলে থাকবো। মমতা ব্যানার্জি আমার নেত্রী। তাঁর নেতৃত্বেই মালদা জেলার সংগঠনকে আরও শক্তিশালী করবো এবং আগামী বিধানসভা নির্বাচনে ভালো ফল করে আমরা বুঝিয়ে দিবো।

শনিবার দুপুরে সাংবাদিক বৈঠকে একথা স্পষ্ট করে জানিয়ে দিলেন তৃণমূলের জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ মৌসুম নূর । তবে এই সাংবাদিক বৈঠকে ছিলেন না দলের কোনো হেভিওয়েট নেতারা। উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা দুই মুখপাত্র শুভময় বসু, সুমলা আগারওয়াল এবং দলের জেলা সাধারণ সম্পাদক দেবপ্রিয় সাহা।

উল্লেখ্য , বেশ কয়েকদিন ধরে বিভিন্ন পোটাল এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে “দলের উপর বীতশ্রদ্ধ, দায়িত্ব ছাড়তে চান মৌসুম নূর।” কিন্তু সেটা যে একেবারেই ভিত্তিহীন খবর তাই দিনের সাংবাদিক বৈঠকে স্পষ্ট করে দিয়েছেন মৌসুম নূর। এদিন দুপুর একটায় মালদা শহরের স্টেশন রোডের নূর ম্যানশন ভবনে মৌসুম নূর বলেন, সরকার এবং দলকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। এর পিছনে বিজেপির উস্কানিও থাকতে পারে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। প্রয়োজনে আইনত ব্যবস্থা নেওয়া হবে।