মমতা বন্দ্যোপাধ্যায় যাতে প্রধানমন্ত্রী হন সেই মানত করে নিজের বাড়িতে মায়ের পুজো দিলেন জেঠিয়া পঞ্চায়েত অঞ্চলের সমাজসেবিকা মধুমিতা শিকদার

অবতক খবর,৩ জানুয়ারি: নৈহাটি বিধানসভার অন্তর্ভুক্ত জেঠিয়া পঞ্চায়েত অঞ্চলের ৬৯ নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবিকা মধুমিতা শিকদারের বাড়িতে পৌষ কালী পুজো অনুষ্ঠিত হলো ২রা জানুয়ারি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাতে আগামীতে দেশের প্রধানমন্ত্রী হতে পারেন সেই কারণেই মূলত মধুমিতা দেবী তাঁর বাড়িতে পুজো করেন। এই পুজোর আরও একটি কারণ রয়েছে।

সেই সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন,”২০১৯-এর লোকসভা নির্বাচনের পর নৈহাটি বিধানসভা অঞ্চলে যেভাবে সন্ত্রাস নেমে এসেছিল, নৈহাটি বিধায়ক পার্থ ভৌমিককে হারানোর জন্য সবরকম চেষ্টা করা হয়েছিল, সেই সময় আমি মায়ের কাছে মানত করেছিলাম যে, সমস্ত বাধা কাটিয়ে পার্থ ভৌমিক যেন তৃতীয়বারের জন্য বিধায়ক পদে আসীন হতে পারেন। আমার সেই মনষ্কামনা পূর্ণ হয়েছে। সেই কারণেই আজকের এই পুজোর আয়োজন।”

এই পুজোতে প্রায় ৮০০ মানুষের মধ্যে ভোগ বিতরণ করা হয়। এ পুজোতে উপস্থিত হন বিধায়ক , পৌরসভার পৌর প্রশাসক সহ স্থানীয় সকল নেতৃত্বরা।