অবতক খবর,১৯ ডিসেম্বরঃ জাতীয় ক্ষেত্রে বড় সম্মান পেল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রকল্প দুয়ারে সরকার৷ কেন্দ্রীয় ইলেকট্রনিক ও ইনফরমেশন টেকনোলজি মন্ত্রকের তরফ থেকে এই সম্মাননা দেওয়া রাজ্য সরকারকে৷ সর্বোচ্চ প্ল্যাটিনাম অ্যাওয়ার্ডে ভূষিত হল ‘পাবলিক ডিজিটাল ফ্ল্যাটফর্ম – কেন্দ্রীয় মন্ত্রক ও রাজ্যের বিভিন্ন দফতর’-এর মধ্যে৷ ২০২২ সালে সেরার সম্মান পেল রাজ্য৷

দুয়ারে সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিচালনায় চলা এক অত্যাধুনিক সরকারি পরিষেবা প্রদানকারী প্রকল্প যেটির মাধ্যমে সরকারের বিভিন্ন দফতরের প্রদেয় বিভিন্ন পরিষেবাগুলি পৌঁছে দেওয়া হয় সাধারণ মানুষের কাছে৷ এক ছাতার তলায় এই সমস্ত পরিষেবা পান রাজ্যের বাসিন্দারা৷ ২০২০ সালের ১ ডিসেম্বর, এই কর্মসূচি শুরু হওয়ার পর থেকেই এটি জনপ্রিয়তা লাভ করে৷