অবতক খবর : সৌভিক দত্ত : জলপাইগুড়ি :    গত ২৯ মার্চ কাশ্মীরে জঙ্গি হামলায় শহীদ হন ধূপগুড়ি বীর জাওয়ান জগন্নাথ রায়। বুধবার মিতালী রায়ের সমর্থনে ধূপগুড়িতে সভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে ডাকা হয় শহীদের পরিবারকে। মমতা বন্দ্যোপাধ্যায় সভায় বক্তব্য রাখার আগে শহীদ জগনাথ রায়ের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। স্ত্রী ও সন্তানকে কাছে টেনে নিয়ে পাশে থাকার আশ্বাস দেন তৃণমূল নেত্রী।

শহীদের স্ত্রী জানান, কেন্দ্রীয় সরকার ও বিজেপি নেতৃত্বরা তাদের পরিবারের খোঁজ নেয়নি। গত সোমবার ধূপগুড়িতে নির্বাচনী সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা সেই সভাতে ডাক পায়নি শহীদ পরিবার ,এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে শহীদ জগন্নাথ রায়ের নাম শোনা যায়নি। শহীদের স্ত্রী বলেন,মমতা বন্দ্যোপাধ্যায় ৫ লক্ষ টাকার আর্থিক সহায়তা করতে চেয়েছেন, এমনকি ক্ষমতায় ফিরে এসে চাকরির ব্যবস্থা করবেন বলে আশ্বাস দিয়েছেন।

যা নিয়ে তৃণমূল নেতারা কটাক্ষের সুরে বলেন, যে দলের নেতাদের মুখে দেশপ্রেমের কথা শোনা যায় তারা বীর শহীদের পরিবারের খোঁজ নেয় না এটাই হল বিজেপির আসল চেহারা।