অবতক খবর, কলকাতাঃ রাজ্যে লোকসভা ভোটে বিজেপি ১৮ আসন পেয়েছে। আর তৃণমূল আসন পেয়েছে। আর এতেই শিরে সংক্রান্তি রাজ্যের ঘাসফুল শিবিরে। ঠিক এরপরেই ভোট কৌশলী প্রশান্ত কিশোরের আমদানি ঘটে যায় রাজ্যের শাসক শিবিরে। চলতি বছর রাজ্যে ১১১ পুরসভায় ভোট আর ২০২১ সালে রাজ্য বিধানসভা ভোট । আর এই লক্ষ্যেই সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের নতুন কর্মসূচির ঘোষণা সেরে ফেললেন, সঙ্গে মঞ্চে দাঁড়িয়ে মোদি শাহের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন, পিকের উপস্থিতিতে।

নেতাজি ইন্ডোরের মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময়ে  ভোট কৌশলী প্রশান্ত কিশোর আগাগোড়া উপস্থিত ছিলেন । মমতা বন্দ্যোপাধায়ের মুখ থেকে বেরিয়ে আসা মোদি-শাহ-আরএসএস বিরোধী শব্দবাণ এবং মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ভারত সফর নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কৌশলগত অবস্থানের ওপড়ে সতর্ক নজর রেখে যান চোখ কান খোলা রেখে পিকে । সঙ্গে তৃণমূলের দুর্দিনের সিপাহীদের নিস্ক্রিয় হয়ে পড়াকে কেন্দ্র করেও তৃণমূল সুপ্রিমো নিজের অসন্তোষ চেপে রাখেননি। আর এতকিছু হয়েছে ভোটগুরু প্রশান্ত কিশোরের উপস্থিতিতে।

তাই রাজ্যে চলতি রাজনীতির আবহে প্রশান্ত কিশোর এবং তার টিম পিকে-ই কি এক্স ফ্যাক্টর (‘x’)  হয়ে উঠতে চলেছে?