নিজস্ব সংবাদদাতা :: অবতক খবর :: ইসলামপুর ::   রাতের অন্ধকারে মন্দিরের তালা ভেঙে দানপত্র সহ সোনা ও রূপার অলঙ্কার নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। গোয়ালপুকুর থানার সাহাপুর এক গ্রাম পঞ্চায়েতের সাহাপুর এলাকার ঘটনা।

রবিবার সকালে হরি মন্দিরে প্রণাম করতে এসে এলাকার বাসিন্দারা দেখতে পান পরপর দুটি গেটে তালা ভাঙ্গা রয়েছে ।ভেতরে ঢুকে দেখতে পান বিগ্রহের রুপোর বাঁশি, সোনার অলংকার এবং মন্দিরের দানপত্র নেই।মুহূর্তেই পরিষ্কার হয়ে যায় যে এটি একটি চুরির ঘটনা। ওই এলাকায় খোঁজ খবর নিয়ে দেখা যায়, দান পাত্রটি পাশের এক জঙ্গলে পড়ে রয়েছে। সেটির তালা ভাঙ্গা এবং ভেতরের কোন প্রণামীই নেই।

গ্রাম পঞ্চায়েতের সদস্য প্রশান্ত মন্ডল বলেন, দানপত্রের প্রায় আনুমানিক দশ হাজার টাকার মতন থাকার কথা। পাশাপাশি একটি সোনার অলংকার ও একটি রুপোর বাঁশি সহ কুড়ি হাজার টাকার উপর এই চুরির ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট বিষয়ে গোয়ালপুকুর থানায় অভিযোগ জানানোর কথা জানিয়েছেন তিনি। উল্লেখ্য, এর আগেও মন্দিরে চুরির ঘটনা হয়েছিল। কিন্তু দুষ্কৃতীরা সেই কাজ করতে পারেননি।