বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র ভারতবর্ষে মান্যতা পেল ১০৪৫ পৃষ্ঠার ৩ লক্ষ ৩ হাজার ৪২০ টি শব্দ সম্বলিত সুপ্রিম কোর্টের রায়। শিলান্যাস হলো শ্রীরাম মন্দিরের ৫ আগস্ট’২০

মন্দিরগাথা
তমাল সাহা

ভিখিরিরা লেখাপড়া না শিখুক
পেয়েছে এই শিক্ষা।
ধর্মপ্রাণ মানুষের হৃদয়ে দয়া আছে,
দেয় তারা ভিক্ষা।

ধার্মিক ঈশ্বর দর্শনে মন্দিরে যায়
ডাবল পুণ্যিতে করে দান।
ভিখিরি হাত পেতে লয়
মন্দির দ্বারে সে দণ্ডায়মান।

বেকারেরা রহিল বেকার,
নির্মাণ হইল না কোনো কারখানা।
ভিখিরিদের বাড়িল উপার্জন
দেখো কি বিশাল রামমন্দিরখানা।

কি প্রমাণ হইল?
মন্দিরও জোগান দেয় পেটের ভাত।
নিন্দুকেরা দেয় শুধুমুধু মন্দিরের নামে অপবাদ।

এবার তবে স্লোগান তোলো–
মন্দির বানাও,বাড়াও ভিক্ষাজীবী।
তুমি যদি এর বিরোধিতা করো
তবে তুমি রাষ্ট্রবিরোধী মসীজীবী।