অবতক খবর,১৫ ডিসেম্বর : আজ কুসুমগ্রামে ব্লক প্রাণী সম্পদ বিকাশ অফিসের একটি মিটিং হলে মন্তেশ্বরের বিডিও গোবিন্দ দাস, ব্লক ভূমি রাজস্ব আধিকারিক অনিমেষ বিশ্বাস, ও পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা সাহা প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহের শুভ সূচনা করেন। এদিন প্রাণি সম্পদ বিকাশের একটি প্রদর্শনী স্টলের ফিতে কাটা হয় ও উদ্বোধনী সংগীতের মাধ্যমে প্রাণীর সম্পদ বিকাশ সপ্তাহ উদযাপনের শুভ সূচনা হয়। উপস্থিত ছিলেন মন্তেশ্বরের বিডিও গোবিন্দ দাস, ব্লক ভূমি রাজস্ব আধিকারিক অনিমেষ বিশ্বাস, ব্লক প্রাণি সম্পদ বিকাশ বিভাগের আধিকারিক ডক্টর কৌশিক সরকার, পিপল গ্রাম পঞ্চায়েতের প্রধান, কুসুমগ্রাম পঞ্চায়েতে প্রধান ইসমাতারা বিবি সহ প্রায় ১০০ জন, এছাড়াও উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ ও প্রাণী মিত্রা কর্মী প্রতিনিধিরা। একটি সেমিনারের মাধ্যমে গ্রামীণ অর্থনৈতিক ও প্রাণি সম্পদ বিকাশ সপ্তাহের তাৎপর্য ও এর কার্যকারিতা তুলে ধরেন মন্তশ্বরের বিডিও গোবিন্দ দাস, ও ব্লক প্রাণী সম্পদ আধিকারিক ডক্টর কৌশিক অধিকারী।
ব্লক প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে সারা বছরে প্রাণী মিত্রা ও প্রাণি সম্পদ কর্মীদের সেরা ভ্যাকসিন দেওয়ার জন্য রেখা দাস এবং কৃত্রিম গো প্রজনন ভালো কাজের দক্ষতার জন্য মামুদপুর দু’নম্বর অঞ্চলের সুখেন দাসকে নির্বাচিত করে পুরস্কৃত করা হয়। আবার, মন্তেশ্বর ব্লকের ভাগরা গ্রামের আমিরুল হক শেখকে ব্লকের সেরা গোপালক হিসাবে ও কাই গ্রামের বাসিন্দা শুভ্রকান্তি বসুকে ব্লকের ভালো ঘাসচাষী হিসাবে নির্বাচিত করে পুরস্কৃত করা হয়।