অবতক খবর,১০ এপ্রিল,জ্যোতির্ময় মন্ডল পূর্ব বর্ধমানঃরাস্তার ধারে অসুস্থ অবস্থায় পড়ে থাকা মেমারি থানা এলাকার মন্ডল গ্রামের বাসিন্দা মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে চিকিৎসা করিয়ে সুস্থ করে তার পরিবারের হাতে তুলে দিল মন্তেশ্বর থানার পুলিশ। জানা যায় রবিবার রাত ৮টা নাগাদ ওই ব্যক্তিকে তার পরিবারের লোকজন হাতে তুলে দেওযায় মন্তেশ্বর থানার পুলিশের মানবিক মুখ দেখা গেল। থানা সূত্রে জানা গেছে মন্তেশ্বরের কুসুমগ্রাম এলাকায় মন্তেশ্বর থানার টহলদারি গাড়ি ওই ব্যক্তিকে রবিবার দুপুরে রাস্তার ধারে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে। এরপর মন্তেশ্বর থানার ওসি কুনাল বিশ্বাস এর উদ্যোগে ওই ব্যক্তিকে উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসার ব্যবস্থা করা হয়।

চিকিৎসার পর কিছুটা সুস্থ হলে ওই ব্যক্তির কাছ থেকে তার নাম পরিচয় জানার চেষ্টা করে পুলিশ। জানা গেছে কিছুটা মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি দেওয়ানদিঘী থানার নাড়াগোয়াল এলাকার বাসিন্দা। গত পাঁচ ছয় মাস ধরে তার বোনের বাড়ি মেমারি থানার মন্ডল গ্রামে থাকছিল। দিন ছয়েক আগে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে পড়ে সে। রবিবার রাত ৮টা নাগাদ তার ভগ্নিপতি মন্তেশ্বর থানার মাধ্যমে মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্র থেকে তাকে উদ্ধার করে মন্ডল গ্রামে নিয়ে যায়। পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন উদ্ধার হওয়া ব্যক্তির পরিবারের লোকজনের।