অবতক খবর,৩১ মার্চ,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমানঃ মন্তেশ্বরের বাঘাসন পঞ্চায়েতের মালডাঙ্গা মোড় থেকে বেলেন্ডা গ্রাম পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার ব্যাপী রাস্তার ঢালাই রাস্তা তৈরির জন্য ব্লক প্রশাসনের আধিকারিক ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে পথশ্রী প্রকল্পের মাধ্যমে শিলান্যাস হয়েছে ২৮শে মার্চ। খরচ মূল্য ধরা হয়েছে প্রায় দেড় কোটি টাকার কাছাকাছি। আজ দুপুরে বেলেন্ডা গ্রামের বেশ কিছু বাসিন্দা ওই রাস্তাটিতে পিচ রাস্তা নির্মাণের দাবি নিয়ে বিডিওকে স্মারকলিপি জমা দেন। শ্রীকান্ত ঘোষ, সুদীপ ঘোষ, শেখ সাফেদ আলী, টুটুল ঘোষ, সুভাষ নন্দী ,চাঁদ কুমার চট্টোপাধ্যায়দের দাবি, বেলেন্ডা থেকে মালডাঙ্গা মোড় পর্যন্ত ওই রাস্তাটি বেলেন্ডা ছাড়াও পার্শ্ববর্তী আউসগ্রাম, মাধপুর, সালুন, ছোট ঢেঁড়িয়া, ফুলগ্রাম, বাঘাসন কয়েকটি গ্রামের যাতায়াতের জন্য ব্যবহার করে।

বিগত কয়েক বছর ধরে বেশ কিছু অংশে ধাপে ধাপে ঢালাই করা রয়েছে। তাই গ্রামবাসীদের দাবি ,ওই রাস্তাটিকে পিচ রাস্তায় পরিণত করার দাবীতে আজ এলাকাবাসী পক্ষে থেকে আজ দুপুরে মন্তশ্বরের বিডিওগোবিন্দ দাস মহাশয়কে স্মারকলিপি জমা দেন।