অবতক খবর,১৯ নভেম্বর : মন্তেশ্বর ব্লকের জামনা অঞ্চলের ঈশনা গ্রামের সমস্ত জনগণের সহযোগিতায় ইসনা ষোড়শী বালা প্রাইমারি বিদ্যালয়ের মাঠে প্রায় ২৮বছরের ইসনা মোবারক সংঘের পক্ষ থেকে, তিন দিনের বাৎসরিক ক্রীড়া ও সংস্কৃতিকর অনুষ্ঠানে বিভিন্ন ধরনের ইভেন্টে অংশগ্রহণকারী প্রতিযোগিদের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার বিতরণ ও গরিব, দুঃস্থ অসহায় মানুষদের শীতের কম্বল বিতরন করা হয়, শুক্রবার রাত নয়টায় মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা সাহা ও মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আহমেদ হোসেন শেখ এর হাত দিয়ে।
ইশনা মোবারক সংঘের এক কর্মকর্তা লালন শেখ জানান প্রত্যেক বছর ৩০শে কার্তিক থেকে নবান্ন উপলক্ষে আমরা ইশনা মোবারক সংঘের পক্ষ থেকে প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তিন দিনের বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি আনন্দ উৎসাহের সঙ্গে হয়ে আসছে। গত দুবছর করোনা প্রভাবের জন্য সেভাবে এই অনুষ্ঠানটি হয়নি। তাই এই বছর ৩০শে কার্তিক থেকে গ্রামে নবান্ন উপলক্ষে তিন দিনের বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি আনন্দ উৎসাহের সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে। বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার বিতরণ ও এলাকার ৫০ জন দুঃস্থ, অসহায়, গরীব মানুষজনদের হাতে শীতের কম্বল তুলে দেওয়া হয় উপস্থিত অতিথিবর্গ ও ক্লাবের কর্মকর্তাদের মাধ্যমে।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা সাহা, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আহমেদ হোসেন শেখ, পিপলন গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ শরিফুউদ্দিন, পঞ্চায়েত সমিতির সদস্য সব্যসাচী চক্রবর্তী রাকিবুল ইসলাম সহ আরও অনেকে। উপস্থিত প্রত্যেক অতিথিরা বক্তৃতার মাধ্যমে এই গ্রামের ঐতিহ্য ও বাৎসরিক ক্রীড়া, সংস্কৃতিক অনুষ্ঠানের তাৎপর্য তুলে ধরেন। নবান্ন উপলক্ষে গ্রামে বসেছে মেলা, গ্রামের প্রত্যেক বাড়িতে আত্মীয়স্বজনরা এসেছে বলে জানান ক্লাবের কর্মকর্তারা।