মনোহরপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল বিজেপি খণ্ডযুদ্ধে আহত ১

অবতক খবর, পশ্চিম মেদিনীপুর: বিজেপির পঞ্চায়েত সদস্যদের কাজ করতে দেওয়া হচ্ছে না, এই অভিযোগে পঞ্চায়েত কার্যালয় ঘেরাওকে কেন্দ্র করে ধুন্ধুমার। দু’পক্ষের সংঘর্ষে আহত এলাকার যুব তৃণমূল সভাপতি। জানা গিয়েছে,পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার মনোহরপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য রানু ঘোষ ও দীপক সিং নামে দুই বিজেপি পঞ্চায়েত সদস্যকে দীর্ঘদিন ধরে কোন কাজ করতে না দেওয়ায় সোমবার সকালে পঞ্চায়েত কার্যালয় ঘেরাও করে দীর্ঘক্ষন বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মীরা।

ঘটনার খবর পেয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি তথা এলাকার তৃণমূল নেতা সূর্যকান্ত দোলুই ও তার অনুগামীরা ঘটনাস্থলে এলেই দু’পক্ষ বচসায় জড়িয়ে পড়ে। অভিযোগ বিজেপির তরফে অতর্কিতে হামলা চালানো হয় তৃণমূল কর্মীদের ওপর। পাল্টা প্রতিরোধ করে সূর্যকান্ত দোলুইয়ের অনুগামীরাও। তৃণমূল-বিজেপি খণ্ডযুদ্ধে সুমন্ত বিশ্বাস নামে এলাকার যুব তৃণমূল সভাপতি মাথায় চোট পেয়ে আহত হয়। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছেছে চন্দ্রকোনা থানার পুলিশ। গোটা ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।