আজ আন্তর্জাতিক চা দিবস

মনসৃজা ও চা
তমাল সাহা

ভোরে হালকা রোদ জানালায়
মনসৃজা!ব’লে আজ কাছে ডাকি।
বলি, কাছে এসো, পাশে বসো।

সে বলে, এই সকালে কী বলতে চাও, বলো!
আমি বলি, রোজই চা দাও, চা খাই
বলি আজকের চা-টা কাল থেকে হয়েছে ভালো।

আজ কিন্তু আন্তর্জাতিক চা দিবস
প্রিয়া বললে শুধু নারী বোঝায়
মনসৃজা! এটি বোঝো তো তুমি
তুমি আমার সবচেয়ে প্রিয়।
তবে?

আজ কবোষ্ণ হাতে
কবিতা হয়ে ধোঁয়াওঠা এক কাপ চা দিও!

তোমরা যারা এই সহজ লেখাটি পড়ছো
তারাও একসঙ্গে বসে চা খেয়ো
আর আমাদের ভালবাসা নিও।