অবতক খবর,২২ নভেম্বর : ডেঙ্গি প্রতিরোধে মধ্যমগ্রাম বিধানসভার অন্তর্ভুক্ত ইছাপুর নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের তালধাড়িয়া গ্রামে বিশিষ্ট সমাজসেবী আলমগির ইসলামের উদ্যোগে মঙ্গলবার সকালে সমস্ত গ্রামের ড্রেনে, নর্দমায়, ঝোপ-জঞ্জাল স্তূপাকৃতি এলাকায়, ব্লিচিং পাউডার ছিটিয়ে নাগরিক সচেতনতা ও সেই সঙ্গে মশা নিধনে কীটনাশক তেল স্পে করা হলো।এই সামাজিক উদ্যোগে যথাযথ সহযোগিতা করার জন্য তালধাড়িয়া অধিবাসীবৃন্দের গ্রাম বাসীদেরকে ধন্যবাদ জানান তৃণমূল ছাত্র নেতা।চারিদিকে যে হারে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, গ্রাম বাসীদের কথা মাথায় রেখে এই সামাজিক উদ্যোগ বলে জানান আলমগীর।এলাকাবাসী খুশি আলমগীর ইসলামের এই মানবিক উদ্যোগ দেখে।