অবতক খবর :: বহরমপুর ::    মথুরা থেকে বিশেষ ট্রেন পৌঁছালো শনিবার দুপুরে বহরমপুর স্টেশনে, জানা যাচ্ছে প্রায় ৫৭০ জন যাত্রী নিয়ে এই ট্রেন পৌঁছালো।

লকডাউন এর কারণে বাংলার বাইরে আটকে পড়েছিল ছাত্র-ছাত্রী ,পর্যটক, তীর্থযাত্রী, ও পরিযায়ী শ্রমিকরা। তাদের নিয়ে বিশেষ ট্রেন ঢুকলো বহরমপুরে। এরপর যাত্রীদের বহরমপুর স্টেডিয়ামে পাঠিয়ে দেয়া হয়। সেখানে স্বাস্থ্য দপ্তরের কর্মীরা রেল যাত্রীদের থার্মাল স্ক্রীনিং করিয়ে হাইড্রোক্লোরিকুইন ট্যাবলেট দেওয়া হয়, কিভাবে ট্যাবলেট খেতে হবে তার বর্ণনা দিয়ে একটি লিফলেট দেওয়া হয়। এবং তাদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইন থাকতে বলে দেন স্বাস্থ্য দপ্তরের কর্মীরা।

মুর্শিদাবাদ জেলা প্রশাসনের তরফ থেকে ঘরে ফেরা রেলযাত্রীদের জন্য খাবার ও জলের ব্যবস্থা করা হয়, এবং নিজ নিজ বাড়ি পৌঁছাতে বাসের ব্যবস্থা করা হয়েছিল।