অবতক খবর,২০ আগস্ট,নববারাকপুর: মণিপুরের নারকীয় ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি পথে নামল লেখক কবি শিল্পী সাহিত্যিক সংগীত শিল্পী নাট্য ব্যক্তিত্ব সহ সাংস্কৃতিক কর্মীরা। টোটো মাইকিং করে মনিপুরে নারী নির্যাতন সহ মৃত্যু মিছিল বর্বরতা বন্ধের প্রতিবাদে শান্তির দাবিতে প্লাকার্ড ফেস্টুন নিয়ে রাস্তায় নেমে পদযাত্রা সামিল নববারাকপুরের কবি লেখক শিল্পী সহ সাংস্কৃতিক কর্মীরা গর্জে ওঠেন রবিবার সকালে।

নববারাকপুর পথের দাবী গণসাংস্কৃতিক সংস্থার সামনে থেকে মণিপুরেরর নারকীয় ঘটনার প্রতিবাদে পদযাত্রা বের হয়। বিভিন্ন পথ পরিক্রমা করে প্রতিবাদে সোচ্চার হয়ে প্রভাতী আলোড়ন ফেলে দেয় এদিন।আয়োজক সংস্থার পক্ষে সম্পাদক উত্তম দত্ত জানান বিগত তিন চার পাঁচ মাস ব্যাপী মনিপুরের নারী নির্যাতন জাতি দাঙ্গা সহ বিধ্বংসী কান্ড কয়েক মাস ব্যাপী চলছে। বিভিন্ন রাজনৈতিক দল সহ শাসক দলের সাংসদ বিধানসভার বিধায়ক রাও প্রতিবাদে সোচ্চার হয়েছেন।পূর্বাঞ্চল দেশ গুলিও জাতি দাঙ্গা নারকীয় ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়ে ছেন পথে নেমেছে। মনিপুরের পাশাপাশি জাতি দাঙ্গা ছড়িয়ে পড়ছে উত্তর পূর্বাঞ্চল ত্রিপুরা মিজোরাম নাগাল্যান্ড সহ আসামের কিছু বিস্তীর্ণ এলাকায়। আমাদের অবিলম্বে দাবি মনিপুরের মৃত্যু মিছিল বন্ধ হোক। বর্বরতা বন্ধ হোক।

নারী নির্যাতন বন্ধ হোক। সরকার মনিপুরে শান্তি ফিরিয়ে আনুক।এটা যেভাবে ছড়িয়ে পড়ছে আমাদের অগ্রিম আতঙ্ক তাতে পশ্চিমবঙ্গ কতটা সুশৃঙ্খল থাকবে নিজেরা জানি না। নারকীয় ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়ে পথে লেখক কবি শিল্পী বুদ্ধিজীবি সহ সাংস্কৃতিক কর্মীরা।