অবতক খবর,১৯ জুলাইঃ আমরা উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমায় বসবাস করি। আমাদের বীজপুর বিধানসভা ব্যারাকপুর মহকুমার অন্তর্গত। এই মহকুমার অন্যতম শহীদ সিপাহী বিদ্রোহের নায়ক মঙ্গল পান্ডে, তিনি ব্যারাকপুর বেঙ্গল ন্যাটিভ ইনফ্যান্ট্রির সাধারণ সৈনিক ছিলেন। কিন্তু সিপাহী বিদ্রোহের সূচনা তিনি করেছিলেন এবং শহীদের মৃত্যু বরণ করেছিলেন ব্যারাকপুর সেনা ছাউনি ময়দানেই। তাঁকে ফাঁসি দেওয়া হয়েছিল।

আজ ১৯ জুলাই ছিল তাঁর ১৯৬তম জন্মদিবস। মহাত্মা গান্ধী রোড কাঁচরাপাড়া রেলওয়ে ব্রিজ সংলগ্ন অঞ্চলের ৬ নং ওয়ার্ডে পৌরসভা কর্তৃক মঙ্গল পান্ডের একটি আবক্ষ মূর্তি স্থাপিত হয়েছে।

কোন বছরই তাঁর জন্মদিন বা মৃত্যুদিনে পৌরসভার পক্ষ থেকে তাঁকে শ্রদ্ধা জানানো হয় না। বিভিন্ন সময়ে সংবাদকর্মীরা বা সাধারণ মানুষ তাঁর জন্মদিনে, মৃত্যু দিনে তাঁর মর্মর মূর্তিটি সাফসুতরো করে তাঁকে শ্রদ্ধা জানিয়ে থাকেন। এবার ১৯৬তম জন্ম দিবসেও তাঁকে সাধারণ মানুষেরাই শ্রদ্ধা জানালেন। এ ব্যাপারে পৌর কর্তৃপক্ষের কোন উদ্যোগ দেখা গেল না।