অবতক খবর, বারাকপুরঃ শনিবার ভাটপাড়া এসে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বিজেপি সাংসদ অর্জুন সিং এর নাম না করে চাঁছাছোলা ভাষায় আক্রমণ করলেন । ফিরহাদ হাকিম বলেছেন, ‘ভাটপাড়ায় একটা আতঙ্কের পরিবেশ ছিল । আতঙ্কের কারণেই কাউন্সিলরেরা নিজেদের ইচ্ছের বিরুদ্ধে বিপথে গিয়েছিল ।’ তিনি এও বলেছেন, ‘ লোকসভা ভোটের পর থেকে প্রশাসন সক্রিয়তার সঙ্গে মানুষের পাশে দাঁড়িয়ে দুস্কৃতিদের তাড়িয়ে দেওয়ার কারণে কাউন্সিলরদের মধ্যে আত্মবিশ্বাস ফিরে এসেছে এবং তারা বিপথগামী পথ থেকে সরে এসেছে । ভয় দেখিয়ে বেশিদিন মানুষকে দমিয়ে রাখা যায় না । আর এই কারণেই  ভাটপাড়ায় পুরবোর্ড গঠন করেছি আমরা ।’

ভয় এবং আতঙ্কের পরিবেশ বিষয়ে প্রশাসন রয়েছে,  প্রশাসন সিদ্ধান্ত নিয়ে কাজ করবে । মানুষ গণতান্ত্রিক পরিবেশে থাকতে ভালবাসে। কোন চাপের মধ্যে থাকতে চায় না । এখন কাউন্সিলরেরা মুক্ত হাওয়ায় নিঃশ্বাস নিয়ে চলেছেন – এমনভাবেই ভাটপাড়ায় এসে ফিরহাদ হাকিম ভয় আর আতঙ্কের পরিবেশের বিরুদ্ধে মুখ খুললেন । পুর ও নগরোন্নয়ন মন্ত্রী  কথায়,  ভাটপাড়া পুরসভায় আগে অনেক টাকা দেওয়া হলেও কাজ হয়নি । বকেয়া কাজ দ্রুত শুরু হবে রাস্তা , ড্রেনেজের। ভাটপাড়া, জগদ্দলে ডিপিআর হওয়ার পরেও কাজ হয়নি । কাজ দ্রুত শুরু হবে ।